• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জাওয়াদ’র প্রভাবে উপকূলীয় কয়রায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

আজকের খুলনা

প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০২১  

ঘূর্ণিঝড় জাওয়াদ এর প্রভাবে উপকূলীয় অঞ্চল খুলনার কয়রায় বৈরি আবহাওয়া বিরাজ করছে। এর প্রভাবে গত দু’দিন ধরে আকাশ মেঘাচ্ছন্ন, ঘূর্নিঝড়ের প্রভাবে থেমে থেমে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানতে পারে এ কারণে মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার থেকে বৈরি আবহাওয়া দিবাগত রাত থেকে শুরু হয় বৃষ্টি, আজ রোববারও একই অবস্থা বিরাজ করছে। এখনো পর্যন্ত সূর্যের দেখা মেলেনি উপকূলে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে জীবন-যাত্রা কিছুটা ব্যাহত হচ্ছে। বিপাকে রয়েছে নিন্ম আয়ের মানুষরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলায় কন্ট্রোল রুম খুলে। ঘূর্ণিঝড় জাওয়াদে প্রস্তুতিমূলক উপজেলায় ১১৪ টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। সাতটি ইউনিয়নের এক হাজার ২৬০ জন সিপিপি কর্মী প্রস্তুত রাখা হয়েছে। সাতটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস জানান, উপকূলীয় অঞ্চল দূর্যোগ ঝুঁকিতে থাকে তাই ঘূর্ণিঝড় মোকাবেলায় সাতটি ইউনিয়নে সিপিপি ও স্বেচ্ছাসেবী কর্মী প্রস্তুত রয়েছে। আশ্রয়কেন্দ্রের জন্য শুকনো খাবার ও শিশু খাদ্য প্রস্তুত রাখা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা