• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পাইকগাছায় দেড়শ’ বছরের পুরনো শশ্মানের জায়গা দখল, থানায় জিডি

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২১  

পাইকগাছায় কালিমন্দির সংলগ্ন প্রায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী শশ্মানের জায়গা দখল নেয়ার ঘটনায় থানায় অভিযোগ হয়েছে।

অভিযোগে জানানো হয়, উপজেলার গড়ইখালী ইউনিয়নের উত্তর কুখালী গ্রামের সনাতন ধর্মাবলম্বীরা প্রায় দেড়শ’ বছর ধরে তাদের শবদেহ দাহ করে আসছে। তবে সম্প্রতি স্থানীয় জনৈক রমেশ বৈদ্য শ্মশান থেকে মাটি কেটে শ্মশানের চিহ্ন নষ্ট করে ওই জায়গা নিজ দখলে নিয়েছে। দখলের ঘটনায় স্থানীয় দেবব্রত বাঁছাড় দখলদার রমেশের বিরুদ্ধে সোমবার (২৯ নভেম্বর) থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্থানীয় ৭০ বছরের বৃদ্ধ রমেশ চন্দ্র মন্ডল বলেন, তাদের পুর্বপুরুষদের আমল থেকে এ শ্বশানে মৃতদেহ দাহ করা হচ্ছে। যা রমেশ বৈদ্য নিচিহ্ন করে জায়গাটি জবর দখল করে নিয়েছে।

এ ব্যাপারে অভিযুক্ত রমেশ বৈদ্য দখলের বিষয়টি স্বীকার বলেন, শবদেহ পুড়ানোয় সমুদয় ছাই-ভস্ব তার বাড়ীতে উড়ে এসে পড়ে। তাতে তার পরিবারের সদস্যরা স্বাস্থ্যগত ঝুঁকিতে রয়েছেন। এ থেকে পরিত্রাণ পেতেই তিনি সেখান থেকে মাটি কেটে নিয়েছেন।

এ ব্যাপারে পাইকগাছা থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, এ বিষয়ে থানায় একটি জিডি হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে যাতে আইন শৃংখলা বিঘ্নিত না হয় সেজন্য তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় চেয়ারম্যান আব্দুস সালাম কেরু বলেন, শ্মশানটি দীর্ঘ দিনের পুরনো, তাই কাউকে শ্মশান জবর দখল বা ক্ষতিগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না। পরিষদের পক্ষে শ্মশানটি আধুনিকায়নের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

আজকের খুলনা
আজকের খুলনা