• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দাকোপে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর উপর হামলা

আজকের খুলনা

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২১  

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দাকোপে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থকদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ সময়ে একজন গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে থানায় এজাহার দাখিল করা হয়েছে।

দাকোপ থানায় ১৩ সেপ্টেম্বর বিপ্রদাস এর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, আনারস প্রতীকে নির্বাচনী প্রচার প্রচারনা শেষে ১২ সেপ্টম্বর রবিবার রাত ১১ টার দিকে উপজেলার ২ নম্বর দাকোপ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সঞ্জয় কুমার রায়কে তার কর্মি সমার্থকরা বাড়ি পৌঁছে দেয়। পরবর্তীতে তারা ফিরে আসার পথিমধ্যে দাকোপ সি.এম.বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশে ব্রিজ সংলগ্ন দিলিপের দোকানের সামনের রাস্তায় পৌছালে পর্ব পরিকল্পনা মোতাবেক দাকোপ এলাকার প্রনব মৃধা, সনজিত রায়, সাহেবের আবাদের খগেন্দ্রনাথ গাইন, ছিটিবুনিয়ার সঞ্জয় মন্ডল, তরুন ঘরামী, শ্যামল বাইন, কিশোর মন্ডল, মাদিয়ার চক এলাকার পলাশ বর্মন, গৌরাঙ্গ ঘরামীসহ আরো ১৫/১৬ জন দলবন্ধ হয়ে লাঠি সোটা নিয়ে হামলা চালায়। হামলায় সঞ্জয় রায়ের কর্মি নৃপেন রায় গুরুতর আহত হয়। বর্তমান সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছেন। এঘটনায় দাকোপ মাদিয়ার চক এলাকার বিপ্রদাস মন্ডল বাদি হয়ে উল্লেখিত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি এজহার দাখিল করেছেন।

এব্যাপারে থানা পুলিশের অফিসার ইচার্জ শেখ সেকেন্দার আলী বলেন, দুই পক্ষের দুইটি অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা