• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় মেয়র অচিন্তের বিরুদ্ধে দুদকে মামলা

আজকের খুলনা

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২১  

একই সঙ্গে তিন প্রতিষ্ঠান থেকে সরকারি সুবিধা নেওয়ার অভিযোগে খুলনা জেলার চালনা পৌরসভার সাবেক মেয়র ড. অচিন্ত কুমার মণ্ডলের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বুধবার সকালে খুলনার উপপরিচালক মো. শাওন মিয়া বাদী হয়ে তার বিরুদ্ধে ৮ লাখ টাকা আত্মসাতের মামলা করেন।

 

জানা যায়, তিনি একসঙ্গে তিন প্রতিষ্ঠানের দায়িত্ব পালন এবং বেতন ভাতা গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছ, ২০১১ সালে  চালনা পৌরসভার মেয়র নির্বাচিত হন ড. অচিন্ত কুমার মণ্ডল। এর আগে থেকে তিনি চালনা কেসি পাইলট স্কুল ও কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। কিন্তু মেয়র হিসেবে দায়িত্ব ও বেতন-ভাতা গ্রহণের পাশাপাশি তিনি কলেজের বেতন-ভাতাও গ্রহণ করেন।

২০১৬ সালে পুনরায় মেয়র নির্বাচিত না হওয়ায় তিনি আবারও দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা গ্রহণ করছিলেন। বিষয়টি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে তদন্ত করে ড. অচিন্ত কুমার দোষী সাব্যস্ত করে কলেজের এমপিও বাতিল করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা