• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কয়রায় ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২১  

খুলনার কয়রায় ঘুর্ণিঝড় ইয়াসে বেড়িবাঁধ ভেঙে দুইমাস পানিতে তলিয়ে আছে প্রায় শতাধিক পরিবার। সেই ভাঙা বেড়িবাঁধ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

মঙ্গলবার (২৭ জুলাই) প্রথমে উপজেলার মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ দশালিয়া গ্রামের ভেঙে যাওয়া বেড়িবাঁধ ও পরে উত্তর বেদকাশি ইউনিয়নের গাতির ঘেরী বেড়িবাঁধ পরিদর্শন করেন তিনি।

গত ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে কপোতাক্ষ, কয়রা ও শাকবেড়িয়া নদীর পানি বৃদ্ধি পেয়ে উপজেলার ৪টি ইউনিয়নের ১২ টি পয়েন্ট ভেঙে যায়। এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ১০ টি পয়েন্ট মেরামত করা সম্ভব হলেও। বাকি ২ টি পয়েন্ট মহারাজপুর ইউনিয়নের দক্ষিণ দশালিয়া ও উত্তর বেদকাশি ইউনিয়নের গাতির ঘেরী বেড়িবাঁধ নির্মাণ সম্পন্ন না হওয়ায় এখনো পানিবন্দি রয়েছে প্রায় শতাধিক পরিবার।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ডের সেকসন-২ নির্বাহী প্রকৌশলী মোঃ রাশেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মোঃ মশিউল আবেদীন, মহারাজপুর ইউপি চেয়ারম্যান জি এম আব্দুল্লাহ আল মামুন।

আজকের খুলনা
আজকের খুলনা