• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে ২৫হাজার ৫শত টাকা জরিমানা

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জুন ২০২১  

খুলনার ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালত স্বাস্থ্য সংরক্ষণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮/২৫ এর ২ ধারায় ৬টি মামলাসহ সর্বমোট ২৫ হাজার৫শত টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদুর রহমান ও ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মনিরুজ্জামানএ অভিযান পরিচালনা করেন।
কোভিড-১৯ এর মহামারীতে সারাদেশের ন্যায় খুলনা জেলায় ২২জুন থেকে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে অনেকে গোপনে দোকানপাট খুলে রাখাসহ মাস্ক না পরার অপরাধে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে কাপড়ের দোকান গোপনে খুলে রেখে মালামাল বিক্রয়ের অপরাধে মহাদেব পালের মমতা বস্ত্রালয় থেকে ১০হাজার টাকা জরিমানা আদায় করেছে ।এছাড়া মাস্ক পরিধান না করার অপরাধে গোলাম রোডের গোলাম হোসেনকে ১ হাজার টাকা, আব্দুল লতিফের বীজের দোকানে ১ হাজার টাকা, বাবু দেব কে ৫শ টাকা, ইসলাম হোসেনের রহমান ফার্মেসী থেকে ৫শ টাকা ও আবুল হাসানের ফার্মেসী থেকে ১ হাজার টাকা ও‌সহকারী কমিশনার ভূমি ১১হাজার ৫শত টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ডুমুরিয়া থানার ওসি মোঃ ওবাইদুর রহমান সহ তাদের সহকারী বৃন্দ।

আজকের খুলনা
আজকের খুলনা