• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদয় কৃষকের ধান কেটে দিল আব্দূস সালাম মূর্শেদী সেবা সংঘ

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১  

তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মোছাব্বরপুর উত্তরপাড়ায় বাসুয়াখালী বিলে গরীব কৃষক অহিদুল ইসলামের জমির পাকা ধান কেটে দিয়েছেন তারা।

কৃষক অহিদুল ইসলাম বলেন, প্রতি বছর এ সময় বাসুয়াখালী বিলে ধান কাটতে বিভিন্ন এলাকা থেকে অনেক শ্রমিক পাওয়া যেত। কিন্তু বর্তমানে করোনা সংক্রমণ আতঙ্ক এবং লক ডাউনে যানবাহন বন্ধ থাকায় কোনো শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ সব ভেবে যখন তিনি দিশেহারা, তখন ক্ষেতের পাকা ধান কেটে দিয়ে তাক লাগিয়ে দেন সালাম মূর্শেদী সেবা সংঘ । এ ঘটনা স্বপ্নের মতো মনে হচ্ছিল। করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট দেখা দেওয়ায় সালাম মূর্শেদী সেবা সংঘ কৃষকের লোকশান কমানোর জন্য পাশে এসে দাড়িয়েছেন।


 
এমপি আব্দুস সালাম মূর্শেদী বলেন, “সারাদেশে মহামারি করোনার কারণে লকডাউন চলছে। এ মুহূর্তে কৃষকের দুর্দশার কথা ভেবেই বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সব নেতাকর্মীদের কৃষকের জমির ধান কেটে দেওয়াসহ সহযোগিতা করতে বলেছেন। নেত্রীর এমন নির্দেশেই আমার নির্বাচনী এলাকা তেরখাদা-রূপসা-দিঘলিয়া উপজেলায় সালাম মূর্শেদী সেবা সংঘ বিভিন্ন গ্রামে গিয়ে কৃষকের পাশে দাঁড়িয়েছেন। সেই সাথে করোনা লকডাউনের এ মুহূর্তে তিনি তার দলের সব পর্যায়ের নেতাকর্মীদের কৃষকের জমিতে গিয়ে সহযোগিতা করতে নির্দেশনা দিয়েছেন।


 
এ সময় এমপি আব্দুস সালাম মূর্শেদী মোবাইলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষকের সাথে কথা বলেন। এ সময় কৃষক অহিদুল ইসলাম এমপির প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞপন করেন।  


 
ধান কাটা কার্যক্রমে উপস্থিত ছিলেন, জেলা আ’লীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম, এমপির চীপ কোয়ার্ডিনেটর যুবলীগ নেতা নোমান উসমানী রিচি, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, আ’লীগ নেতা ইউনুস শেখ, খান ফরাদুজ্জামান সুমন, শেখ হুসাইন আহমেদ, মিলন শিকদার, লিটন, এসএম আনারুল, নজরুল ইসলাম, রিয়াজুল ইসলাম, শিমুল, রিফাত হাসান, জুয়েল রানা প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা