• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তীব্র শীতে বিপাকে খেটে খাওয়া মানুষ

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৯  

খুলনার রূপসা উপজেলায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল মানুষেরা। আর শীতের কারণে ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দিজ্বরসহ নানা রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশু ও বৃদ্ধ।

দিনের বেলা রূপসায় কুয়াশা থাকায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। সঙ্গে কনকনে ঠান্ডা বাতাস দুর্ভোগে ফেলেছে জনসাধারনদের। তীব্র শীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন ছিন্নমূল মানুষেরা। তাই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের আপ্রাণ চেষ্টা করছেন তারা।

এদিকে তীব্র শীতে উপার্জন কমে গেছে দিন এনে দিন খাওয়া মানুষের। সকালে কাজের সন্ধানে বের হয়েও কাজ না পাওয়ায় বসে অলস সময় পার করছেন অনেকে। শীতের প্রকোপ বাড়ায় সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বেড়েছে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। যার অধিকাংশ শিশু ও বৃদ্ধ।

গত এক সপ্তাহে তিনশ’র বেশি শিশু ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েডসহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা