• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তেরখাদায় টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (SDGS) বাস্তবায়ন সভা

আজকের খুলনা

প্রকাশিত: ১ আগস্ট ২০১৯  

বাংলাদেশ সরকার জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ ২০৩০ অর্জন নিশ্চিতকল্পে বুধবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সরকারি দপ্তর, বে-সরকারি সংস্থা এবং ব্যক্তি খাতে পরিচালিত কার্যক্রম যথাযথ ভাবে বাস্তবায়ন ও সমন্বয়ের জন্য টেকসই উন্নয়ন অভিষ্টসমূহ (SDGS) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষ্ণপদ পালের সভাপতিত্বে অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালেকুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী শাহ্ নেওয়াজ, সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ সরদার ইসমাইল হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, উপজলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শরিফুল ইসলাম, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা অরবিন্দ প্রসাদ সাহা, উপজেলা প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আমিনুর রহমান, উপজেলা মুক্তিযুদ্ধের সাবেক ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, সাংবাদিক রাসেল আহমেদ, সহকারী শক্ষক লিপিকা পাত্র সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা প্রমুখ।

আজকের খুলনা
আজকের খুলনা