• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

ইসিতে শুনানির শুরুতে প্রার্থিতা ফিরে পেলেন যারা

আজকের খুলনা

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফেরত ও বাতিলে নির্বাচন কমিশনে (ইসি) জমা পড়া আপিলের শুনানি শুরু হয়েছে। এরপরই চূড়ান্ত হবে ৩শ’ আসনে প্রার্থিতা। রোববার (১০ ডিসেম্বর) সকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ কমিশন এ আপিল নিষ্পত্তির শুনানি শুরু করে। 

এদিন আপিল শুনানিতে প্রার্থীদের বক্তব্য শুনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা চূড়ান্ত রায় দিচ্ছেন। এখন পর্যন্ত যেসব প্রার্থীর আপিলের রায় হয়েছে-

দুপুর সোয়া ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা-৪ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী শেখ হাবিবুর রহমানের আপিল মঞ্জুর হয়েছে। পাশাপাশি নোয়াখালী-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী তালেবুজ্জামান, কিশোরগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান এবং কুমিল্লা-২ আসনের জাতীয় পার্টির প্রার্থী এ টি এম মন্জুরুল ইসলামের আপিল মন্জুর করা হয়েছে।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে মোট ২ হাজার ৭১৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে ১ হাজার ৯৮৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭৩১ জন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। পরদিন ১৮ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করবেন। এছাড়া নির্বাচনী প্রচার চলবে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত। সবশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

উল্লেখ্য, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা