• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

মোংলায় ভারতীয় যুদ্ধ জাহাজ, যোগ দেবে মহড়ায়

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ মে ২০২২  

সমুদ্র মহড়ায় যোগ দিতে মোংলায় পৌঁছেছে ভারতের দুটি যুদ্ধ জাহাজ। মঙ্গলবার (২৪ মে) বিকাল ৪টায় জাহাজ দুটি মোংলা বন্দরের ৯ নম্বর জেটিতে নোঙর করে। এ সময় বন্দর নৌঘাঁটির অধিনায়ক ক্যাপ্টেন মোশারফ হোসেনের উপস্থিতিতে সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী রীতিতে ব্যান্ড পরিবেশন করে অভিবাদন জানায়। 

জাহাজ দুটি হলো- ‘মিসাইল করভেট আইএনএস কোরা’ ও ‘অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধা’। এ সময় বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।

জানা গেছে, বঙ্গোপসাগরে বাংলাদেশ ও ভারতীয় সমুদ্রসীমার নির্ধারিত এলাকায় দুই দেশের নৌবাহিনীর চতুর্থবারের মতো হতে যাওয়া যৌথ টহল ‘করপ্যাট’ ও দ্বিপাক্ষিক মহড়ায় যোগ দেবে জাহাজ দুটি। ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদারে ২০১৮ সাল থেকে এই যৌথ টহলের আয়োজন করা হয়।

মোংলা নৌঘাঁটি সূত্র জানায়, জাহাজ দুটি বাংলাদেশের জলসীমায় পৌঁছালে বাংলাদেশের নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘আবু উবায়দা’ ও ‘আলী হায়দার’ মোংলা বন্দরের জেটিতে নিয়ে আসে। ‘মিসাইল করভেট আইএনএস কোরার’ ১৪ কর্মকর্তাসহ ১২১ জন নাবিকের নেতৃত্বে আছেন কমান্ডার প্রদীপ কুমার এবং ‘অফশোর পেট্রোল ভেসেল আইএনএস সুমেধার’ ১২ কর্মকর্তাসহ ১১০ নাবিকের নেতৃত্বে রয়েছেন কমান্ডার সুমিত মালিক।

পরে সমুদ্র মহড়ায় উপলক্ষে জাহাজ দুটির নৌ-সেনারা খুলনা নৌ-অঞ্চলের কমান্ডার ফ্লোটিলা ওয়েস্টের সঙ্গে পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করেন। আগামী ২৬ মে মোংলা ত্যাগ করবে ভারতের জাহাজ দুটি।

আজকের খুলনা
আজকের খুলনা