• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বঙ্গোপসাগরে নিম্নচাপ, উপকূলে সতর্কতা

আজকের খুলনা

প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২১  

নিম্নচাপের কারণে তিনদিন ধরে খুবই উত্তাল রয়েছে বঙ্গোপসাগর। দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। সাগরের তীরবর্তী দক্ষিণাঞ্চলে বৃষ্টি, দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে। গত রোববার থেকে বৈরী আবহাওয়া অব্যাহত রয়েছে আজ মঙ্গলবারও।

আবহাওয়া অধিদপ্তর বলছে, দক্ষিণাঞ্চলে গত ২৪ ঘণ্টায় ২৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সাগর উত্তাল থাকায় মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলে নিরাপদে আশ্রয় নিতে বলা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলের নদীগুলোতে ২-৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নাঞ্চল আরো প্লাবিত হতে পারে। বৃষ্টিসহ দমকা হাওয়া বয়ে যেতে পারে ৫৫-৬০ কিলোমিটার বেগে।

বরিশালের আবহাওয়া কর্মকর্তারা জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি অগ্রসর হচ্ছে ভারতের উড়িশ্যার দিকে। স্থলভাগে পৌঁছে বৃষ্টি ঝরিয়ে ক্রমে দুর্বল হয়ে পড়ছে এটি। ফলে আগামীকাল বুধবারের মধ্যে বৈরী পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে।

নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় বরিশালসহ উপকূলীয় এলাকার বিপুল সংখ্যক মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বঙ্গোপসাগর খুবই উত্তাল থাকায় ইলিশের ভরা মৌসুমেও মাছ শিকার করতে পারছেন না জেলেরা। সব মিলিয়ে চলমান বৈরী আবহাওয়ায় দক্ষিণাঞ্চলে বিপত্তি তৈরি হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা