• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে কুপিয়ে জখম

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

লক্ষ্মীপুরে দলীয় কোন্দলের জের ধরে ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে কুপিয়ে জখম করা হয়েছে। রোববার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের তুলাতলায় চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারীরা প্রতিপক্ষের ওপর এ হামলা চালিয়েছে। চন্দ্রগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আহতরা হলেন- চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী আবদুল্লাহ আল নোমান, ২ নং ওয়ার্ডের সভাপতি মো. ফাহাদ, ছাত্রলীগকর্মী ইয়াছিন, মোরশেদ, রায়হান ও সাকিব। তারা সবাই ওই এলাকার বাসিন্দা। আহতদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, রোববার রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পাঁচপাড়া গ্রামের তুলাতলায় চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন আবদুল্লাহ আল নোমান ও তার সমর্থকরা। এ সময় লাঠি, ছুরি ও ছেনিসহ দেশীয় অস্ত্র নিয়ে ১৫-২০ জনের একটি দল হামলা চালায়। তারা নোমানসহ অন্যদের পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়।

আহতদের অভিযোগ, কাজী মামুনুর রশিদ বাবলুর অনুসারী কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি এম মাসুদের নেতৃত্বে এম সজিব, এম তারেক, কাজী আল আমিনসহ ১৫-২০ জন হামলা চালিয়েছে।

তবে কাজী মামুনুর রশিদ বাবলু বলেছেন, একটি মাহফিলকে কেন্দ্র করে স্থানীয় ছেলেদের মধ্যে সংঘর্ষ হয়। তারা সবাই ছাত্রলীগের নেতাকর্মী। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আজকের খুলনা
আজকের খুলনা