• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গোসল করতে নেমে ধলেশ্বরীতে নিখোঁজ সবার লাশ উদ্ধার

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ জুলাই ২০১৯  

সাভারের ব্যাংক টাউনে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাজনের (১৭) লাশও উদ্ধার করা হয়েছে।

আজ বেলা ৩টার দিকে বলিয়াপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এ নিয়ে নিখোঁজ তিন শিক্ষার্থীরই লাশ উদ্ধার করল ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এর আগে সকালে আকাশ (১৮) ও দুপুরে মেহেদীর (১৭) লাশ উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা লিটন আহমেদ জানান, সকালে অভিযানে নেমে সাভার ব্যাংক টাউন এলাকার পাগলার মোড় থেকে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই শিক্ষার্থীর নাম আকাশ।

দুপুর ১২টার দিকে কোন্ডা এলাকা থেকে মেহেদীর আর বেলা ৩টার দিকে বলিয়াপুর এলাকা থেকে রাজনের লাশ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী সাভার ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন।

এ সময় স্রোতে ভেসে নদীতে নিখোঁজ হন বিজ্ঞান বিভাগের ছাত্র মেহেদী, রাজন ও আকাশ। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারকাজ শুরু করে। শনিবার রাত ৯টা পর্যন্ত চলে তাদের উদ্ধার অভিযান।

পরে বৈরী আবহাওয়া ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযানে নামে ডুবুরি দল।

আজকের খুলনা
আজকের খুলনা