• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

কাশ্মীর ইস্যুতে সুখবর দিলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আজকের খুলনা

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

জম্মু ও কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠীকে দমন-পীড়নের জন্য বিতর্কিত ‘আর্মড ফোর্স স্পেশাল পাওয়ার অ্যাক্ট’ শিগগিরই প্রত্যাহারের সুখবর দিয়েছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেইসাথে, সেপ্টেম্বরের আগেই সেখানে বিধানসভা নির্বাচনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে জম্মু ও কাশ্মীর নিয়ে গণমাধ্যমে বিস্তারিত সাক্ষাৎকার দেন অমিত শাহ। জানান, উপত্যকা থেকে সেনাবাহিনীর বিশেষ ক্ষমতা আইনটি তুলে নেওয়ার চিন্তাভাবনা শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, সেনা প্রত্যাহার করে রাজ্যের আইন-শৃঙ্খলার দায়িত্ব পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

জঙ্গি তৎপরতা মোকাবেলায় সেনাবাহিনীর হাতে বাড়তি ক্ষমতা দিতে ১৯৫৮ সালে বিশেষ আইনটি জারি হয়েছিলো। এটি নাগাল্যান্ড, মনিপুর, আসামের একাংশসহ উত্তর-পূর্ব ভারতের কয়েকটি রাজ্যেও জারি হয়। গত দুই বছরে ধাপে ধাপে উত্তর-পূর্ব ভারতের ৭০ শতাংশ এলাকা থেকে আইনটি তুলে নেওয়া হয়েছে।

অমিতের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণে এখন রাতে শান্তিতে ঘুমান জম্মু ও কাশ্মীরের অধিবাসীরা। এ প্রসঙ্গে মোদির পাঁচ বছরের সাথে সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এবং ফরুক আবদুল্লাহর শাসনামলের তুলনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

বিতর্কিত এই আইনে সন্দেহভাজন ব্যক্তিকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার; এমনকি গুলি করার ক্ষমতা দেওয়া হয়েছে। যে কোনও সময় তল্লাশি চালানো যাবে বাসাবাড়ি। সন্দেহ হলে গোলাবর্ষণে উড়িয়ে দেওয়া যাবে যে কোনও স্থাপনা। এতোসব কর্মকাণ্ডে কোনও তদন্ত বা আইনী পদক্ষেপ নেওয়া যাবে না।

অমিতের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কল্যাণে এখন রাতে শান্তিতে ঘুমান জম্মু ও কাশ্মীরের অধিবাসীরা। সূত্র: 

আজকের খুলনা
আজকের খুলনা