• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ওড়িশায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় খুলনার রূপাসহ নিখোঁজ ৪

আজকের খুলনা

প্রকাশিত: ৩ জুন ২০২৩  

ভারতের ওড়িশা রাজ্যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কতজন বাংলাদেশি নাগরিক হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে দুইজন আহত হওয়ার খবর জানা গেলেও এই সংখ্যা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে তা সময়ই বলে দেবে। তবে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসে থাকা তিনজন অক্ষত রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, করমণ্ডল এক্সপ্রেসের টিকিট কেটেছিলেন চার বাংলাদেশি। তাদের আত্মীয়-স্বজন কলকাতার হাইকমিশনে জানিয়েছে, দুর্ঘটনা কবলিত ট্রেনটিতে চার বাংলাদেশির টিকিট করা ছিল। এখন সে চারজনের সঙ্গে পরিবার-বন্ধুদের যোগাযোগ নেই। নিখোঁজদের মোবাইলও বন্ধ।

নিখোঁজ চার বাংলাদেশি হলেন- পাবনার আসলাম খান, ঢাকার খালিদ বিন আউকাত, ঢাকার মোক্তার হোসেন, খুলনার রূপা বেগম খান।

কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাইকমিশন (প্রথম সচিব, প্রেস) রঞ্জন সেন বলেন, ‘কতজন বাংলাদেশি এ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন তা জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষের কাছে আমরা পেসেঞ্জার লিস্ট চেয়েছি, পাইনি।’

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক প্যাসেঞ্জার লিস্টও চেয়েছি। সেটাও পাইনি।’

প্রসঙ্গত, ওড়িশা রাজ্যের বালেশ্বরের কাছে গতকাল শুক্রবার রাতে ট্রেন দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৬১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে এখনও কোনও বাংলাদেশির নাম পাওয়া যায়নি বলে নিশ্চিত করেছেন কলকাতার ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।

আজকের খুলনা
আজকের খুলনা