• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাখমুত দখলে এগিয়ে যাচ্ছে ওয়াগনার বাহিনী

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

ইউক্রেনের পূর্বাঞ্চলে বাখমুত শহর দখলে রুশ সেনাবাহিনীর অভিযান দুর্বল হয়ে পড়েছে বলে দাবি করেছে ইউক্রেন।

তবে মূল বাহিনীর এ দশার কারণে সেখানে ভাড়াটে ওয়াগনার বাহিনীকে ডেকে পাঠিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বাখমুত দখলে এখন জোর হামলা চালাচ্ছে তারা। ওয়াগনার বাহিনী বাখমুতকা নদী অতিক্রম করে ইউক্রেনীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে।

ইউক্রেনীয় কর্নেল ওলেকসি দিমিত্রাশকিভস্কি বলেন, আগে যেখানে প্রতিদিন শতাধিক হামলা হতো, এখন সেখানে সর্বোচ্চ ৩০টি হামলা হচ্ছে। রাতে দুটি থেকে নয়টির মতো হামলা হয়। ধারাণা করছি, উল্লেখযোগ্য জনশক্তি এবং সরঞ্জামের ক্ষতির সম্মুখীন হয়েছে রাশিয়ান বাহিনী।’

রাশিয়া এখন লুহানস্ক অঞ্চলে শক্ত আক্রমণ করছে। আর প্রতিবেশী দোনেৎস্কে সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়ছে। লুহানস্কে রাশিয়ার আক্রমণাত্মক অভিযান সম্ভবত চূড়ান্তের কাছাকাছি।

গত সপ্তাহে লুহানস্কে ন্যূনতম অগ্রগতি পেয়েছে রুশ বাহিনী। ইউক্রেনীয় বাহিনী সম্প্রতি লুহানস্কে পাল্টা হামলা করে অঞ্চল পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা