• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ

আজকের খুলনা

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩  

যুক্তরাষ্ট্রে ২০ বছর বয়সি বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। কর্তৃপক্ষ বলছে, ছুরি হাতে নিয়ে ঘুরছিল সে। ম্যাসাচুসেটসের কেমব্রিজে স্থানীয় সময় বুধবার দুপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ বলেছে যে, তাদের চেস্টনাট এবং সিডনি রাস্তার এলাকায় ডাকা হয়েছিল ওই যুবকের রিপোর্ট তদন্ত করার জন্য। মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিস জানিয়েছে, সংঘর্ষের সময় একজন কেমব্রিজ পুলিশ অফিসার ওই ব্যক্তিকে গুলি করে। খবর সিবিসির

যদিও ডিএ-এর অফিস প্রাথমিকভাবে বলেছে যে, ২০ বছর বয়সী সাইদ ফয়সাল একটি ছুরি নিয়ে ঘুরছিলেন। তাকে সেটি নামাতে বললে সে অস্বীকার করে। তার হাতে ১২ ইঞ্চির ছুরি ছিল বলে জানিয়েছে পুলিশ।

কর্তৃপক্ষ অভিযোগ করেছে যে, ফয়সাল আশেপাশের বিভিন্ন ব্লকে অফিসারদের ধাওয়া করেছিল এবং অস্ত্র নিয়ে পুলিশের দিকে এগিয়ে গিয়েছিল।

মিডলসেক্স কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান বলেছেন, 'পরিস্থিতিকে নিরসনের প্রয়াসে একজন কর্মকর্তা কম প্রাণঘাতী স্পঞ্জ রাউন্ড ছোড়েন। তবে সেটি দিয়ে তাকে থামানো যায়নি। তিনি অফিসারদের দিকে অগ্রসর হতে থাকেন। তখন একজন অফিসার  গুলি চালায়। আহত ফয়সালকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।'

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ফয়সালের দেশের বাড়ি চট্টগ্রামের ফটিকছড়িতে। তিনি ইউনিভার্সিটি অব বোস্টনে লেখাপড়া করতেন। তার পরিবারের প্রায় সবাই বোস্টনে বসবাস করেন।

আজকের খুলনা
আজকের খুলনা