• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ইউক্রেনে এক দিনে ১২০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২  

ইউক্রেনের ওপর হামলা তীব্র থেকে তীব্রতর করছে রাশিয়া। বৃহস্পতিবার এক দিনের মধ্যে ইউক্রেনের ওপর ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। আকাশ ও সাগর থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে রাজধানী কিয়েভ, দেশের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ এবং পশ্চিমের শহর এলভিভসহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণের খবর পাওয়া গেছে। হামলার পর এলভিভ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানিয়েছেন মেয়র আন্দ্রেই স্যাদোভি।

ইউক্রেনের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছে, ‘শত্রু কৌশলগত বিমান ও জাহাজ থেকে আকাশ ও সমুদ্রভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন দিক থেকে ইউক্রেনে আক্রমণ করছে।’ এই হামলাকে ‘বিশাল’ বলে অভিহিত করেছে কিয়েভ।

প্রেসিডেন্ট জেলেনস্কির সহযোগী মাইখাইলো পোডোলিয়াক জানিয়েছেন, ১২০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল।

গ্রীষ্ম ও শরৎলে যুদ্ধক্ষেত্রে বেশ কয়েকবার পরাজয় এবং অঞ্চল হারানোর পর মস্কো বারবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন, বৃহস্পতিবারের হামলায় ১৪ বছর বয়সী একটি কিশোরীসহ অন্তত তিনজন আহত হয়েছেন। তিনি সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে সতর্ক করেছেন এবং বাসিন্দাদের পানি সংরক্ষণের আহ্বান জানিয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা