• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নাবিকদের বাঁচানোর অনুরোধ করায় রুজভেল্টের ক্যাপ্টেনকে অব্যাহতি

আজকের খুলনা

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২০  

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমান বহনকারী জাহাজ থিওডোর রুজভেল্টের ক্যাপ্টেনকে অব্যাহতি দিয়েছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী।

এক চিঠিতে যুদ্ধবিমান বহনকারী জাহাজটির নাবিকদের করোনাভাইরাস থেকে বাঁচানোর অনুরোধ করার পর তাকে সরিয়ে দেয়া হয়।

নেভির ভারপ্রাপ্ত সেক্রেটারি টমাস মোডলি বৃহস্পতিবার পেন্টাগনে সাংবাদিকদের বলেন থিওডোর রুজভেল্টের সাবেক ক্যাপ্টেন রিয়ার অ্যাডমিরাল কার্লোস সার্ডিয়েলো ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার স্থলাভিষিক্ত হবেন।

মোডলি আরো বলেন, "কমান্ডের শৃঙ্খলা বজায় রাখার জন্য এ ধরনের পরিস্থিতিতে দক্ষ ও শক্ত মনোভাব থাকা প্রয়োজন। কৌশলগত প্রেক্ষাপটে চাপের মধ্যে আমাদের বিচার, পরিপক্কতা এবং নেতৃত্বের সংমিশ্রণকারী কমান্ডারদের প্রয়োজন।

রুজভেল্টের ক্যাপ্টেনে ওপর আস্থা হারিয়ে ফেলেছেন বলেও জানান মোডলি, খবর বিবিসি'র।

যদিও সেন্টার ফর আমেরিকান প্রগ্রেসের জাতীয় সুরক্ষা ও আন্তর্জাতিক নীতিমালার ভাইস প্রেসিডেন্ট এবং পেন্টাগনের প্রাক্তন কর্মকর্তা কেলি ম্যাগসামেন বলেন যে ক্রোজিয়ার কে অব্যাহতি দেয়ার সিদ্ধান্তটি নিষ্ঠুর এবং বরং তার পদোন্নতি হওয়া উচিত।  

আজকের খুলনা
আজকের খুলনা