• রোববার ০৫ মে ২০২৪ ||

  • বৈশাখ ২২ ১৪৩১

  • || ২৫ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

আলেপ্পোর একটি শহর মুক্ত করলো সিরিয়ার সেনারা

আজকের খুলনা

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২০  

তাকফিরি গোষ্ঠীর হাত থেকে সিরিয়ার সেনারা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আলেপ্পো প্রদেশের একটি কৌশলগত গুরুত্বপূর্ণ শহর মুক্ত করেছে।

সিরিয়ার রিপাবলিকান গার্ডের ৩০ ডিভিশনের একজন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা আল-মাসদার এ খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেছেন, সরকারি সেনারা প্রচণ্ড লড়াইয়ের পর বুধবার বিকালে খান তুমান শহরটি মুক্ত করতে সক্ষম হয়। হায়াতে তাহরির আশ-শাম সন্ত্রাসী গোষ্ঠী শহরটি নিয়ন্ত্রণ করছিলো।

সূত্রটি জানায়, এই শহর নিয়ন্ত্রণে নেয়ার আগে সরকারি সেনারা সেখানকার গুরুত্বপূর্ণ পাহাড়গুলোর নিয়ন্ত্রণ নেয়। খান তুমান শহরটি নিয়ন্ত্রণে নেয়ার ফলে দেশের উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহর থেকে দক্ষিণে জর্দান সীমান্ত পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারবে সরকারি সেনারা।

এর আগে, গতকাল সিরিয়ার সশস্ত্র বাহিনীর জেনারেল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, সরকারি সেনারা ইদলিবের দক্ষিণ অবস্থিত মা'রাত আল-নুমান শহরটি নিয়ন্ত্রণে নিয়েছে। গত কিছুদিন ধরে ইদলিব প্রদেশে উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে সরকারি সেনারা।

আজকের খুলনা
আজকের খুলনা