• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

জাপানে চাকরির সুযোগ পেলো খুলনার ২১ জন

আজকের খুলনা

প্রকাশিত: ৮ জানুয়ারি ২০২৩  

খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) থেকে ২১ প্রশিক্ষণার্থী জাপানে চাকরির সুযোগ পেয়েছেন। কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, খুলনার অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাপানের মি. হোতার নেতৃত্বে ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সম্প্রতি খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে আসেন এবং প্রশিক্ষণার্থীদের শারীরিক, মানসিক ও লিখিত পরীক্ষা নেন। চূড়ান্ত পর্যায়ের মোট ২১ জন কৃতকার্য হওয়ায় তাদের জাপানে চাকরির সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতায় জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর অধীন অত্র প্রতিষ্ঠান যোগ্য জনবল তৈরিতে প্রশিক্ষণ দিয়ে আসছে।

আজকের খুলনা
আজকের খুলনা