• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

আজকের খুলনা

আমিরাতে ই-পাসপোর্ট চালু

আজকের খুলনা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১  

সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের প্রতীক্ষার পালা শেষ হলো। অবশেষে ই-পাসপোর্ট সেবা চালু হলো আমিরাত প্রবাসিদের জন্য। দক্ষিণ এশিয়ার মধ্যে ভিনদেশের প্রথম কোনো দেশ হিসেবে আমিরাতে এ সেবা চালু হলো। একইভাবে ২০১০ সালে এমআরপি পাসপোর্ট সেবা আমিরাতেই প্রথম চালু হয়েছিল বলে আমিরাত প্রবাসীরা আনন্দ প্রকাশ করছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) আমিরাতের রাজধানী আবুধাবিতে ই-পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বিকাল সাড়ে ৪টায় অনুষ্ঠান শুরু হয়। ই-পাসপোর্ট কার্যক্রমের উদ্বোধন করেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মুহাম্মদ আবু জাফর ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (নিরাপত্তা ও বহিরাগমন অনুবিভাগ) সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব মুহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।

এতে উপস্থিত ছিলেন— লেফটেন্যান্ট কর্নেল সালাউদ্দিন, লেফটেন্যান্ট কর্নেল নাজমুন, এ কে এম মাজহারুল ইসলাম, আনিসুর রহমান, রাবিয়াসহ আমিরাতে অবস্থানরত বিভিন্ন কমিনিউটির নেতৃবৃন্দ।

রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রথম যখন মেশিন রিডেবল পাসপোর্ট ২০১১ সালে (এমআরপি) পাসপোর্ট দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেলের দায়িত্বকালীন সময়ে দেওয়া হয়েছিল; আবার ২০২১ সালে এসে আবুধাবিতে রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে মধ্যপ্রাচ্যের প্রথম আমিরাতে ই-পাসপোর্ট কার্যক্রম চালু করতে পেরে আমি আনন্দিত। প্রবাসীদের এমআরপি পাসপোর্টের মেয়াদ শেষ হলে সাথে সাথে ই-পাসপোর্টের সেবা নিতে পারবেন।

আজকের খুলনা
আজকের খুলনা