• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

আজকের খুলনা

লঞ্চের আগুনে নিহত প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়ার ঘোষণা

আজকের খুলনা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২১  

ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রত্যেকের পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শুক্রবার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন দগ্ধ ব্যক্তিদের দেখার পর সাংবাদিকদের এ কথা জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, 'এ ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের প্রত্যেকের পরিবারকে আমাদের যাত্রী কল্যাণ তহবিল থেকে দেড় লাখ করে টাকা দিচ্ছি। আহতদের চিকিৎসার সব খরচ সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে।'

'যারা মারা গেছেন, জেলা প্রশাসন থেকে তাদের দাফন-কাফনের ব্যবস্থা করা হবে। সবকিছু জানার পর আমরা বাকি ব্যবস্থা গ্রহণ করব', বলেন তিনি। আগুন লাগার কারণ সম্পর্কে খালিদ মাহমুদ চৌধুরী বলেন, 'এ বিষয়ে জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত আসলে বলতে পারব না কীভাবে ঘটনা ঘটেছে।'

'আমি এখানে আসলাম। সরেজমিনে দেখছি। এতে আমারও একটা ধারণা তৈরি হবে। সেই ধারণার সঙ্গে তদন্ত প্রতিবেদন কতটুকু সামঞ্জস্য হয়, প্রতিবেদন পাওয়ার পরই সে বিষয়টি নিয়ে খোলামেলা বলতে পারব', যোগ করেন তিনি।

এমভি অভিযান-১০ লঞ্চটির ফিটনেস ছিল কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, 'আমরা যতটুকু জানি ২০২২ সাল পর্যন্ত লঞ্চটির ফিটনেস ছিল।' এসময় প্রতিটি লঞ্চে অগ্নিনির্বাপণ ব্যবস্থা থাকতে হবে এবং এটা বাধ্যতামূলক বলেও জানান তিনি।

এর আগে, আজ ভোররাত ৩টার দিকে ঝালকাঠি সদর উপজেলার সুগন্ধা নদীর গাবখান চ্যানেলে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে। ঝালকাঠি দমকল বাহিনী জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবী রেজওয়ান চৌধুরী সাকিব বলেন, 'এ ঘটনায় অন্তত ৭০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের বেশিরভাগ দগ্ধ।'

আজকের খুলনা
আজকের খুলনা