• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ড দেবে ব্রিটেন

আজকের খুলনা

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১  

জলবায়ুর ক্ষতি মোকাবিলা এবং নারী ও শিশু উন্নয়নে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী এবং কপ-২৬-এর প্রেসিডেন্ট অলক শর্মা গত মঙ্গলবার দেশটির পক্ষ থেকে ১৬৫ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ অর্থ সহায়তা করার ঘোষণা দিয়েছে, যার মধ্যে বাংলাদেশকে ১২০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ আর্থিক সহযোগিতা করা হবে।

ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন থেকে গতকাল জানানো হয়, জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে নিতে এবং দূষণ কমাতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে, আগামী দিনের জলবায়ু নেতৃত্বকে এগিয়ে নিতে ও উন্নয়নের স্বার্থে যুক্তরাজ্য বাংলাদেশকে এই আর্থিক সহযোগিতা করছে।

অলক শর্মা বলেন, লিঙ্গ সমতা এবং দূষণমুক্ত জলবায়ু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে জলবায়ু পরিবর্তনের প্রভাব নারী ও শিশুদের ওপর পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে নারী ও শিশুদের সুরক্ষা দিতে আমরা অঙ্গীকার করেছি।

এর আগে, গত জুনে ঢাকা সফরে এসে কপ-২৬ শীর্ষ সম্মেলনের প্রেসিডেন্ট এবং ব্রিটিশ আইনপ্রণেতা অলক শর্মা বলেন, ‘জলবায়ু সংক্রান্ত ক্ষতি মোকাবিলায় আমরা ১০০ মিলিয়ন ডলারের একটি তহবিল গঠন করব। জি-২০ জোটের সদস্যরা এই তহবিল জোগাড় করবে। বিশ্বের ক্ষতিগ্রস্ত উন্নয়নশীল রাষ্ট্রগুলোকে এই তহবিল থেকে ক্ষতি পুষিয়ে নিতে সহায়তা করা কবে।’

ওই সময় ঢাকায় অবস্থিত ব্রিটেনের দূতাবাস থেকে জানানো হয়, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবের ঝুঁকিতে থাকা দেশগুলোর পাশে থাকার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ সফরে এসেছেন কপ-২৬-এর প্রেসিডেন্ট অলক শর্মা। জলবায়ু সঙ্কট মোকাবিলায় ব্যবস্থা গ্রহণ, অভিযোজন, অর্থ সাহায্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে ঢাকা-লন্ডন একসঙ্গে কাজ করবে।’

আজকের খুলনা
আজকের খুলনা