• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সামাজিক নিরাপত্তায় ইইউর আর্থিক সহায়তা

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ জুলাই ২০১৯  

বাংলাদেশের সামাজিক নিরাপত্তা জোরদার এবং আর্থিক ব্যবস্থাপনা বাজেট সহায়তায় ১৪ দশমিক দুই কোটি ইউরো অনুদান দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইইউ রাষ্ট্রদূত রেন্সজে তিরিঙ্ক।

প্রতি ইউরো সমান ৯৪ টাকা করে ধরে অনুদানের পরিমাণ হয় প্রায় এক হাজার ৩৩৪ কোটি আট লাখ টাকা।

অনুদানের মধ্যে এক কোটি ইউরো বাজেট সহায়তায় ভূমিকা রাখবে। অন্যদিকে, ১৩ দশমিক ২ কোটি ইউরো সামাজিক নিরাপত্তায় ব্যবহার করা হবে। এর মাধ্যমে নারী ও শিশুদের বিশেষ গুরুত্ব দেয়া হবে। উভয় কর্মসূচি চলতি সময় থেকে ২০২৩ মেয়াদে বাস্তবায়িত হবে।

চুক্তি সই অনুষ্ঠানে মনোয়ার আহমেদ বলেন, ‘বাংলাদেশ সরকার সবসময় সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা খাতে ইইউর দীর্ঘ মেয়াদী সমর্থনকে স্বীকার করে। আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের অংশীদারিত্ব শক্তিশালী করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে বদ্ধপরিকর।’

প্রসঙ্গত, বাজেট ব্যবস্থাপনা ও সামাজিক নিরাপত্তা-দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অর্থায়নের মধ্য দিয়ে ইইউ দারিদ্র্য বিমোচন ও বৈষম্য হ্রাসের মাধ্যমে টেকসই উন্নয়ন অভীষ্ট পূর্তি ও মধ্যম আয়ের দেশে উন্নীতকরণের ক্ষেত্রে বাংলাদেশের প্রতি তার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করে। এছাড়া ইইউর এ সহায়তা কর্মসূচি সরকারি আর্থিক ব্যবস্থানা ও জাতীয় সামাজিক নিরাপত্তা সংস্কার কৌশল বাস্তবায়নে ভূমিকা রাখবে।

আজকের খুলনা
আজকের খুলনা