• শুক্রবার ১৩ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৮ রবিউল আউয়াল ১৪৪৬

আজকের খুলনা

প্রার্থিতা ফিরে পেতে ইসির দরবারে হিরো আলম, করলেন আপিল

আজকের খুলনা

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ ( কাহালু ও নন্দীগ্রাম) আসনে প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশন- ইসিতে আপিল করলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বুধবার পৌনে ১২টার দিকে তিনি ইসিতে যান, এরপর ২ নম্বর বুথে গিয়ে আপিল সংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের হিরো আলম বলেন, ‘এবার যে ছোটখাটো ভুল তাতে আমি মনে করি নির্বাচন কমিশন থেকে আমার মনোনয়ন ফেরত পাবো।’

হিরো আলম বলেন, ‘আমার কোনো ঋণ দেখাতে পারেনি, মামলা দেখাতে পারেনি। আমার ওকালতনামায় একটা তথ্য কম পেয়েছে তারা। মানুষ মাত্রই ভুল হয়। তারা চাইলে ওখান থেকেই আমার এই সমস্যা সমাধান করে দিতে পারত। কিন্তু তা করেনি। এর জন্য আমাকে এখানে আসতে হয়েছে। আপিল করলাম। আশা করছি এখান থেকে আমার প্রার্থিতা ফিরে পাবো।’

ইসি থেকে ফেরত না পেলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে হিরো আরম বলেন, ‘আপানার জানেন প্রতিবার কমিশন থেকে বাতিলের পর হাইকোর্ট থেকে প্রার্থিতা ফেরত পেয়েছি। এবারও তাই করব।’

নির্বাচনে কী ধরনের চ্যালেঞ্জ দেখছেন প্রশ্নে হিরো আলম বলেন, ‘আমি সবসময় চ্যালেঞ্জের মধ্য দিয়ে গিয়েছি। এবারও চ্যালেঞ্জ নিয়ে নির্বাচনে লড়াই করব।’

নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? হিরো আলম বলেন, ‘এখন পর্যন্ত পরিবেশ ভালোই আছে। কিন্তু এমন থাকবে কি না জানি না৷ প্রতিবারই আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে আমার মারামারি হয়। এবারও ওখানে আওয়ামী লীগের প্রার্থী আছে। এবারও হবে কি না জানি না।’

ইতোমধ্যে তিন দফায় সংসদ নির্বাচন করেছেন হিরো আলম। তিনবারই তিনি লড়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তবে এবার বাংলাদেশ কংগ্রেসের হয়ে ভোটের মাঠে দেখা যাবে তাকে, যদি প্রার্থিতা ফিরে পান।

এর আগে যাচাই-বাছাই শেষে গত রবিবার চার অভিযোগে হিরো আলমের মনোনয়নপত্র বাতিল করে বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম।

আজকের খুলনা