• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৯ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, নটরডেমের তানিম প্রথম

আজকের খুলনা

প্রকাশিত: ১০ মার্চ ২০২৪  

ডেন্টালে (বিডিএস) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ডেন্টাল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন কে এম মুহতাসিম সাদিক তানিম। তিনি রাজধানীর নটর ডেম কলেজের শিক্ষার্থী ছিলেন। 

রবিবার (১০ মার্চ) স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ভর্তিচ্ছুরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পারছেন।

ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রাপ্ত নম্বর ও এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ থেকে প্রাপ্ত নম্বর যোগ করে অর্জিত স্কোরের ভিত্তিতে মেধা ও পছন্দক্রম অনুযায়ী ৫৪৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে।

এদের মধ্যে মেধা কোটায় ৫১৩ জন, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটায় ২৭ জন ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে ৫ জন রয়েছেন।

ভর্তিচ্ছুরা ১টি সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি সরকারি মেডিকেল কলেজ ডেন্টাল ইউনিটে ভর্তি হতে পারবেন।

এর আগে, গত ৮ মার্চ ডেন্টাল (বিডিএস) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার সারা দেশের মোট ১২টি কেন্দ্রের ২০টি ভেন্যুতে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছরের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৫০ হাজার ৭৯৫ শিক্ষার্থী।

ডেন্টালে প্রথম হওয়া তানিমের গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তিনি রাজধানীর নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি মেডিকেল ভর্তি পরীক্ষায় ১৫তম স্থান অর্জন করেন।

আজকের খুলনা
আজকের খুলনা