• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তিন মাসের মধ্যেই ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ

আজকের খুলনা

প্রকাশিত: ৬ মার্চ ২০২৪  

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলী বলেছেন, শিক্ষার মান উন্নয়নে এবং নতুন কারিকুলাম নিয়ে আমরা কাজ করছি। এছাড়া আগামী তিন মাসের মধ্যেই ১০ হাজারের বেশি শিক্ষক নিয়োগ দেওয়া হবে। যাতে করে শিক্ষকদের যে পদগুলো শুন্য রয়েছে সেগুলো পূরণ হবে। এতে করে ভালো ফলাফল আশা করছেন প্রতিমন্ত্রী।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে "টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ " শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগদানের পূর্বে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন যশোর বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ওয়ান বাংলাদেশ-এর সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান। বিষয়ের উপর আলোচনা করেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।

আজকের খুলনা
আজকের খুলনা