• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুবিতে ডি-নথি বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু রবিবারে

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ মার্চ ২০২৩  

খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ডি-নথি বিষয়ে আগামী ১৯ মার্চ (রবিবার) শুরু হচ্ছে তিন দিনের প্রশিক্ষণ কর্মসূচি। বিশ্ববিদ্যালয়ের মডার্ন ল্যাঙ্গুয়েজ সেন্টারের ল্যাঙ্গুয়েজ ল্যাবে অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণে আগামী ১৯ ও ২৮ মার্চ কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ৩০ মার্চ শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করবেন।

আগামী রবিবার সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা এবং ইলেক্ট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. মো. সোহেল মাহমুদ শের। সভাপতিত্ব করবেন আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার।

আজকের খুলনা
আজকের খুলনা