• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ৬১ শিক্ষার্থী

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

সারাদেশে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। এবার পরীক্ষায় বসেছে যশোর শিক্ষা বোর্ডের এক লাখ ৬১ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী। যশোর বোর্ডের আওতায় খুলনা বিভাগের ১০ জেলার দুই হাজার ৫২১ বিদ্যালয়ের ২৮৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নিচ্ছে এ শিক্ষার্থীরা।

এর মধ্যে ছাত্রী ৮১ হাজার ২৫ জন ও ছাত্র ৮০ হাজার ৬৭০ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে অনিয়মিত ২৪ হাজার ১৬৬ জন। এর মধ্যে মানবিক বিভাগের শিক্ষার্থী ৯৭ হাজার ৫১৪ জন, বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ৩৭ হাজার ২৩৮ জন ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ২৬ হাজার ৯৪৩।

যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসার মোল্লা আমীর হোসেন জানান, পরীক্ষা শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে এবং এবার প্রক্রিয়াগত কারণে প্রশ্ন ফাঁসের কোন সম্ভাবনা নেই। এছাড়া ১১টি ভিজেলেন্স টিম যশোর বোর্ডের আওতাধীন খুলনা বিভাগের ১০ জেলায় কাজ করছে। 

এদিকে সন্তানদের প্রস্তুতি ভালো ও প্রশ্নপত্র ফাঁস নিয়ে কোনো সংশয় নেই বলে জানিয়েছেন অভিভাবকরা।

আজকের খুলনা
আজকের খুলনা