• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা লিংক রেলপথ প্রকল্পের কাজ চলছে

আজকের খুলনা

প্রকাশিত: ১৫ মে ২০২২  

পদ্মা সেতু আগামী জুনে খুলে দিলে রেলওয়ে তার ৬ মাস পরে অর্থাৎ আগামী ডিসেম্বরে ঢাকা থেকে মাওয়া হয়ে ভাঙ্গা পর্যন্ত ট্রেন চালাবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

আজ রবিবার (১৫ মে) ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত পদ্মা লিংক রেলপথ পরিদর্শনকালে এ কথা বলেন তিনি।

রেলমন্ত্রী জানান, ঢাকা থেকে যশোর পর্যন্ত পদ্মা লিংক রেলপথ প্রকল্পের কাজ চলছে। তবে করোনাসহ নানাবিধ কারণে সবটা আমরা এখুনি চালু করতে পারছি না। তবে প্রায়োরিটি ভিত্তিতে পদ্মা সেতুর ওপর সড়কের কাজ শেষ করে সেতু কর্তৃপক্ষ আমাদের জুলাই মাসে সেতুতে রেলের কাজের জন্য ছেড়ে দেবে। তার পরে আমরা সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু করবো। সেটি ৬ মাস লাগবে।

এদিকে, মাওয়া থেকে ভাঙ্গা পর্যন্ত রেললাইনের অগ্রগতি ৭৮ শতাংশ এবং ঢাকা-মাওয়া পর্যন্ত অগ্রগতি ৫৭ শতাংশ। তিনি জানান, আমরা আগামী ২০২৪ সালের ঢাকা থেকে যশোর পর্যন্ত ট্রেন চালাতে সক্ষম হবো।

আজকের খুলনা
আজকের খুলনা