• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় দুর্নীতির মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে, স্ত্রীর জামিন

আজকের খুলনা

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২  

খুলনা বটিয়াঘাটা থানার সাবেক ওসি শেখ আবু বকর সিদ্দিকের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে রাখার আদেশ দিয়েছেন আদালত। বুধবার (২৭ জুলাই) জ্ঞাতআয় বহির্ভূত প্রায় ৫১ কোটি টাকার সম্পদ অর্জনের মামলায় মহানগর বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মাহমুদা খাতুন এ নির্দেশ প্রদান করেন। 

তবে একই মামলায় পুলিশ কর্মকর্তার স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে জামিন দিয়েছেন উচ্চ আদালত। 
দুদকের আইনজীবী খন্দকার মজিবর রহমান তথ্য নিশ্চিত করেছেন। এর আগে এই দম্পতির চারটি ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ দেয় আদালত।

জানা যায়, ২০২১ সালের ৯ নভেম্বর জ্ঞাত আয় বহির্ভূত প্রায় ৩৩ লাখ ৮৯৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগে শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৮/২১ নম্বর মামলা ও ওই সম্পদ স্ত্রী সুলতানা রাজিয়া পারুলকে হস্তান্তরের অভিযোগে সুলতানা রাজিয়া পারুল ও শেখ আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে ৯/২১ নম্বর মামলা দায়ের করেন দুদকের উপসহকারি পরিচালক মো. আল-আমিন। এই মামলা তদন্তে শেখ আবু বকর সিদ্দিক ও তার স্ত্রীর বিরুদ্ধে আরও প্রায় ৫১ কোটি টাকার সম্পদের খোঁজ পাওয়া যায়। 

আইনজীবী খন্দকার মজিবর রহমান জানান, গত ১৮ মে এ বিষয়ে জেলগেটে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে ৫ মে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদেরকে কারাগারে প্রেরণ করেন। সেই থেকে তারা কারাগারে ছিলেন। শারীরিক অসুস্থতার বিবেচনায় পুলিশ কর্মকর্তা জামিনের আবেদন করলে তা না-মঞ্জুর হয়। তবে তার স্ত্রী একই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা