• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

রাষ্ট্রবিরোধী বৈঠকের সময় দুই শিবির কর্মী আটক

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২১  

মৌলভীবাজারে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বৈঠক করার সময় বিপুলসংখ্যক জিহাদি বইসহ ছাত্রশিবিরের দুই কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ হাসান মোহাম্মদ নাছের রিকাবদার জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মৌলভীবাজার সদর) এবিএম মোজাহিদুল ইসলামসহ অনেকে।

পুলিশ জানায়, শুক্রবার (১৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মৌলভীবাজার শহরের পূর্ব সুলতানপুর এলাকার একটি বাড়িতে ১০-১২ জনের একটি দল রাষ্ট্রবিরোধী তৎপরতায় একত্রিত হয়ে বৈঠক করছে। পরে গোয়েন্দা পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সবাই পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুই শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া তাদের কাছ থেকে বিপুলসংখ্যক জিহাদি বই জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাব্বির ইসলাম তানভির ইসলামী ছাত্র শিবিরের টাউন কামিল মাদ্রাসা শাখার সভাপতি ও কুতুব উদ্দিন মো. বখতিয়ার সাধারণ সম্পাদক।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, পূজাকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরির কোনো পরিকল্পনার সঙ্গে তারা সংশ্লিষ্ট ছিল না।

আজকের খুলনা
আজকের খুলনা