• মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২০ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পৃথক অভিযানে প্রশ্নফাঁস চক্রের চার জন গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

শেরপুর, ফেনী, ফরিদপুর ও সুনামগঞ্জে এসএসসি ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাব।

র‍্যাব ১৪ জানায়, সাইবার অপরাধীদের একটি চক্র ভূয়া প্রশ্নপত্র তৈরি করে শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে এমন খবরে, শেরপুরের চাপাতলী বড় মসজিদ মোড় এলাকায় অভিযান চালায় তারা। এসময় মোশাররফ হোসনে শাওন নামের এক যুবককে আটক করা হয়।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে শাওন। 

ফেনীর দাগনভূঁঞা থেকে প্রশ্নপত্রফাঁস চক্রের সক্রিয় আরও এক সদস্য মো. ইমাজ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

ফরিদপুরের বোয়ালমারীতে এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্ন ফাঁসকারী চক্রের সক্রিয় সদস্য মো. সাহাবুদ্দিন শেখকে আটক করেছে র‌্যাব।রোববার রাতে উপজেলার গুণবল এলাকা থেকে তাকে আটক করা হয়। সাহাবুদ্দিন একই এলাকার মো. সিরাজ শেখের ছেলে। 

র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী এসপি সোয়েব আহমদ খান এ তথ্য জানিয়েছেন। তিনি আরো জানান, সাহাবুদ্দিন ফেসবুকে তথ্য গোপন করে একটি ভুয়া অ্যাকাউন্ট খুলে। এরপর সেই অ্যাকাউন্টের ম্যাসেঞ্জারের মাধ্যমে অর্থের বিনিময়ে এসএসসিসহ অন্যান্য পাবলিক পরীক্ষার প্রশ্ন দেয়ার নামে প্রতারণা করে আসছিল। এছাড়া আসন্ন এসএসসি পরীক্ষার প্রশ্ন সরবরাহ করার নামে অনেকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছে।র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি প্রশ্ন ফাঁসকারী চক্রের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। 

সুনামগঞ্জে ভুয়া প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব। তার নাম আহমেদ সালেহ তাবিব (১৮)। রোববার রাত ১২টা ১০ মিনিটে জেলার সদর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আজকের খুলনা
আজকের খুলনা