• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৭ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

গাঁজায় ফাঁসিয়ে ছাগল নিয়ে যাওয়া সেই দুই এএসআই ক্লোজড

আজকের খুলনা

প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২০  

কুমিল্লা বরুড়ার শাকপুর গ্রামের মৃত আলী মিয়ার ছেলে ব্যবসায়ী ফরিদ আহমেদকে গাঁজা দিয়ে ফাঁসানোর অভিযোগে বরুড়া থানা পুলিশের এএসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেনকে ক্লোজড করা হয়েছে।

ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি রাত ৯টার দিকে এ এসআই ইব্রাহীম খলীল ও ইসমাইল হোসেন গাঁজা দিয়ে ফরিদকে ফাঁসিয়ে দেন। এ সময় শিপন নামে এক কিশোরকে আটক করা হয়। রাতেই দালালের মাধ্যমে ফরিদকে ১ লাখ ১৫ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেন।

পরদিন কিশোরকে ৩০ হাজার টাকার বিনিময়ে ছেড়ে দেয়া হয়। পরে আরো ৩০ হাজার টাকার জন্য চাপ দিতে থাকে, টাকা না পেয়ে কিশোরের বাড়ি থেকে একটি খাসি ছাগল নিয়ে যান তারা। এ ঘটনায় ফরিদ পুলিশি হয়রানি থেকে বাঁচতে গত ২২ জানুয়ারি বিকেলে কুমিল্লার এসপি অফিসে একটি লিখিত অভিযোগ করে।

এ ঘটনায় পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে রোববার (২ জানুয়ারি) রাতে দুই এএসআইকে ক্লোজড করা হয়। এ বিষয়ে বরুড়া থানার ওসি (তদন্ত) ইকবাল বাহার জানান, তাদের প্রশাসনিক কারণে ক্লোজড করা হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা