• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

বাগেরহাটে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে ৮১২ ভূমিহীন পরিবার

আজকের খুলনা

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

মুজিবর্ষ উপলক্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অনুযায়ী দেশের অন্যান্য জেলার মতো এবার বাগেরহাটে আরও ৮১২ ভূমি ও গৃহহীন পরিবার ২ শতাংশ জমিসহ ঘর পাচ্ছে। মঙ্গলবার (১১ জুন) এসব উপকারভোগীর কাছে ঘরের চাবি হস্তান্তর করা হবে।

সোমবার (১০ জুন) দুপুরে ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে জমি ও ঘর প্রদান কার্যক্রমের উদ্বোধন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন।

এ সময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অরবিন্দ বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুজ্জামান, বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জায়েসী আশরাফী জেমসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও টেলিভিশন চ্যানেলের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন বলেন, দুই রুমের পাকা টিনসেড প্রতিটি ঘর নির্মাণে খরচ হয়েছে ৩ লাখ চার হাজার ৫০০ টাকা। এবার ৫ম পর্যায়ের দ্বিতীয় ধাপে বাগেরহাটের রামপাল বাদে আটটি উপজেলায় ৮১২ পরিবারের মধ্যে ঘরের দলিল ও চাবি তুলে দেওয়া হবে। এরমধ্যে, বাগেরহাট সদরে ১০৭টি, কচুয়ায় ১০১টি, চিতলমারীতে ৭৯টি, ফকিরহাটে ১০৭টি, মোল্লাহাটে আটটি, মোরেলগঞ্জে ৫০টি, শরণখোলায় ১৬০টি, মোংলায় ২০০টি পরিবার রয়েছে। এ নিয়ে বাগেরহাট জেলায় মোট পাঁচ হাজার ২৫টি ভূমি ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর হস্তান্তর করা হবে

আজকের খুলনা
আজকের খুলনা