• বুধবার ০১ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২১ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

বাগেরহাটে প্রাণি সম্পদ মেলা

আজকের খুলনা

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৪  

বাগেরহাটে বানিজ্যিক পশু পালনে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে প্রাণি সম্পদ মেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে শহরের জেলা প্রানি সম্পদ হাসপাতাল চত্বরে এই মেলার আয়োজন করা হয়। সফল খামারিরা গরু, ছাগল, ভেড়া, গাড়ল, মুরগি, কবুতরসহ নানা গৃহপালিত পশু-পাখি নিয়ে আসেন মেলায়। এর পাশাপাশি গবাদি পশুর জন্য ঔষধ বাজারজাতকারি কয়েকটি কোম্পানিও তাদের স্টল নিয়ে বসে। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শনার্থীরা ঘুরে দেখেন সফল খামারিদের স্টল। অনেকে আবার খামার করার জন্য কর্মকর্তা ও সফল খামারিদের পরামর্শ গ্রহন করেন।

সদর উপজেলা প্রানি সম্পদ দপ্তরের আয়োজনে দুপুরে সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হয়। এসময়, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীণ, কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারি, প্রাণি সম্পদক কর্মকর্তা পরিতোষ রায়সহ খামারিরা উপস্থিত ছিলেন। মেলায় বিভিন্ন ধরণের ২৫ টি স্টল অংশগ্রহন করে।

আজকের খুলনা
আজকের খুলনা