• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

পিরোজপুরে বাস-অটোরিকশা-বাইকের সংঘর্ষ, নিহত সাত

আজকের খুলনা

প্রকাশিত: ৮ মার্চ ২০২৪  

পিরোজপুরে বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। ওই দুর্ঘটনায় এখন পর্যন্ত সাত মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে তিন জন ঘটনাস্থলে এবং চার জন হাসপাতালে মারা গেছে। আহত হয়ে ভর্তি আছে চার জন।

শুক্রবার দুপুর ১২টার দিকে সদর উপজেলার পারেরহাট সড়কের ঝাউতলায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের মধ্যে পাঁচ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-  পিরোজপুরে ভান্ডারিয়া উপজেলার স্বপন হাওলাদার (৩৫), ইন্দুরকানীর মো. হেমায়েত (৩), শংকরপাশার মো. নাঈম (২৩), মনসুরা বেগম ও খায়রুল ফরাজী (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দাঁড়িয়ে থাকা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে পেছন থেকে একটি বাস ধাক্কা দেয়। এসময় অটোরিকশাটিকে বাসটি ঠেলে নিয়ে একটি গাছের সঙ্গে চ্যাপ্টা করে দেয়। এসময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেল আসছিল। সেটিও এই দুর্ঘটনার কবলে পড়ে। 

 ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রেজোয়ান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসটি ব্রেকফেল করে একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি মোটরসাইকেলকে চাপা দিয়েছে। ঘটনাস্থল থেকে তিন মরদেহ উদ্ধার করা হয়ছে এবং হাসপাতালে চার জন মারা গেছে। 

পি‌রোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আশিকুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি আটক করা গে‌লেও চালক‌ পালিয়ে গেছে।

ফায়ার সার্ভিসের পিরোজপুরের উপপরিচালক সেলিম মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের উদ্ধার করে লাশ পিরোজপুর হাসপাতালে পাঠানো হয়েছে।

আজকের খুলনা
আজকের খুলনা