• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

রামপালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৩  

বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯টার দিকে রামপাল উপজেলার ফয়লা বাজার সংলগ্ন বাস স্টপেজের কাছে দাড়িয়ে থাকা বাসটিতে হঠাৎ আগুন লাগে।

আগুনে বাসের সব সিট গুলি পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনর কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হয়।

তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি দুর্ঘটনা নাকি নাশকতা, তা খতিয়ে দেখছে পুলিশ।

জানাযায়, রাত ৯টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজার-সংলগ্ন বাস স্টপেজের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে পার্শবর্তী ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসটির সামনে আরও বাস দাড়ানো থাকলেও তাতে আগুন ছড়ায় নি।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম বলেন, স্থানীয় জনগন ও নিকটবর্তী পুলিশ সদস্যরা আগুন নেভাতে শুরু করলেও, ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক। বাসে আগুন লাগার বিষয় জানতে পুলিশ কাজ শুরু করেছে।

আজকের খুলনা
আজকের খুলনা