• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

প্রধানমন্ত্রীর জনসভা

অভিনব ‘নৌকায়’ পথে পথে ঘুরছেন শহর আলী

আজকের খুলনা

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২  

'তোমরা কেন ভুলে গেছো বঙ্গবন্ধুর নাম, বঙ্গবন্ধু রেখে গেছে সোনার বাংলার নাম’, স্বরচিত এ গান গেয়ে যশোরের পথে পথে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগ অনুরাগী শহর আলী। প্রধানমন্ত্রীকে দেখতে ‘নৌকা’ নিয়ে মাগুরা থেকে যশোরে এসেছেন তিনি। আর বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে যশোর শহরের মুজিব সড়কে নৌকা নিয়ে অবস্থান করে জনতার উদ্দেশে এ গান গাইছেন।

মাগুরার শালিকা উপজেলার সরশুনা গ্রামের বাসিন্দা শহর আলী একজন বাউল শিল্পী। তিনি বুধবার সন্ধ্যায় যশোর এসে পৌঁছান। এরপর শহর ঘুরেছেন এবং রাতে এক আত্মীয়ের বাসায় থাকেন। এরপর সকাল সাড়ে ৭টায় শহরের সড়কে বের হন। চলতি পথে মুজিব সড়কে অবস্থান নেন তিনি। এ সময় শহরের রাস্তায় নৌকা চলতে দেখে অবাক হয়ে দেখছিলেন পথচারীরা। পরে শহর আলী স্বরচিত গান গেয়ে শোনান সবাইকে।

শহর আলী জানান, তার ৮০ সিসির মোটরসাইকেলের ওপর বাঁশ-কাঠের ফ্রেম বসিয়ে নৌকা বানিয়ে মাগুরা থেকে ছুটে এসেছেন। মানুষকে আনন্দ দিতে এবং নিজেও আনন্দ পেতে এ উদ্যোগ। প্রধানমন্ত্রীর জনসমাবেশ শেষ হওয়া পর্যন্ত যশোরে থাকবেন শেখ শহর আলী। জনসভার এলাকায় নৌকা নিয়ে ঘুরবেন এবং বাউল গান শোনাবেন বলে জানান তিনি।

বৃহস্পতিবার যশোর জেলা শহরের শামস্-উল হুদা স্টেডিয়ামে বিশাল জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঐতিহাসিক এই ভেন্যুসহ পুরো শহর সমাবেশস্থলে পরিণত করতে গত সাত দিন ধরে প্রস্তুতি নেয়া হয়েছে। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ ভাষণ এবং উন্নয়নের নতুন ভাবনার কথা শোনার অপেক্ষায় রয়েছেন।

আজকের খুলনা
আজকের খুলনা