• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

কুষ্টিয়ায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল দুই শিক্ষার্থীর

আজকের খুলনা

প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২২  

কুষ্টিয়ার মিরপুর উপজেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুই বিদ্যালয়ের দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। তবে তাদের মধ্যে আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি।

আজ রবিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে মিরপুর রেল ব্রিজের উপর এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার নওপাড়া এলাকার আজিম উদ্দিনের ছেলে নাঈম আলী (১৬) এবং চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহের মেয়ে ঋতু খাতুন (১৫)।

নাঈম আলী বডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের দশম শ্রেণির এবং ঋতু খাতুন মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একই শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুই শিক্ষার্থী রেল লাইনের উপর দিয়ে হেটে যাচ্ছিল। জিকে সেচ প্রকল্পের রেল ব্রিজ পার হওয়ার সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর রুপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়।

পোড়াদহ রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি জিআরপি) মনজের আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।’

আজকের খুলনা
আজকের খুলনা