• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

দেশীয় জলসীমায় অনুপ্রবেশের অপরাধে ৩১ ভারতীয় জেলে আটক

আজকের খুলনা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২২  

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে অবৈধভাবে প্রবেশ করে মাছ শিকারের দায়ে দুইটি ট্রলারসহ ৩১ জন ভারতীয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে আটক ভারতীয় জেলেদের কোস্টগার্ড পশ্চিম জোনের মোংলা সদর দপ্তরে আনা হয়।

এর আগে বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় কোস্টগার্ডের জাহাজ বিসিজিএস মনসুর আলী সমুদ্রের পশ্চিম আইএমবিএল থেকে ৭৭ নটিক্যাল মাইল অদূরে বাংলাদেশের জলসীমা থেকে তাদের আটক করা হয়। এ সময় জেলেদের ব্যবহৃত ট্রলার এফভি মঙ্গল চান্দী-২৫, এফভি মঙ্গল চান্দী-৩ এবং তাতে থাকা বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রউফ বলেন, বাংলাদেশের জলসীমায় অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের দায়ে ৩১ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত দুইটি ট্রলার জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীণ রয়েছে। জব্দ মাছ মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে নিলাম দেওয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।

আজকের খুলনা
আজকের খুলনা