• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৩ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

সাতক্ষীরায় জামায়াতের ১০ নারী কর্মী গ্রেপ্তার

আজকের খুলনা

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২১  

সাতক্ষীরায় জামায়াতে ইসলামীর ১০ নারী কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের আলিপুর গ্রামের শফির বাঁশতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

তারা হলেন- সদর উপজেলার আলিপুর গ্রামের মাজেদা খাতুন (৪৫), ফিরোজা বেগম (৫৫), মর্জিনা খাতুন (৫০), ফরিদা খাতুন (৪৫), রাজিয়া খাতুন (৩৫), রাফিজা খাতুন (৪৫), বিউটি খাতুন (৪৫), বাঁশদহা গ্রামের খাদিজা পারভিন (৪০), সুলতানপুরের চায়না পারভিন (৩৫) ও বাগেরহাট জেলার আনোয়ারা বেগম (৫৮)।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে তার অফিস কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে জানান, সদর উপজেলার আলীপুর শফির বাঁশতলা নামক স্থানে নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের জামায়াতের কিছু মহিলা কর্মী অবস্থান করে নাশকতা সৃষ্টির পরিকল্পনার প্রস্তুুতি গ্রহণ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার এবং পুলিশ পরিদর্শক আজিজুর রহমানের নেতৃত্বে পরচিালিত অভিযানকালে সেখান থেকে জামায়াতের ১০ মহিলাকর্মীকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১৯টি ব্যক্তিগত রিপোর্ট বইসহ জামায়াত ইসলামের ৩৩টি বিভিন্ন বই এবং ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তার দাবি, আটক নারীরা নাশকতার লক্ষ্যে গোপন শলাপরামর্শ করছিলেন। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে ৩৩টি জিহাদি বই। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলেও জানান ওসি।

আজকের খুলনা
আজকের খুলনা