• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

নিজের সন্তান মনে করে অটিজমদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে

আজকের খুলনা

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, অটিজমরা এখন আর সমাজের বোঝা নয়। শিক্ষা লাভের মাধ্যমে তারা তাদের ভাগ্যের পরিবর্তন ঘটাচ্ছে। তিনি শিক্ষকদের মানুষ গড়ার কারিগর হিসেবে উলে­খ করে বলেন, প্রতিবন্ধীদের সমাজের মূল স্রোতধারায় আনতে হবে। নিজের সন্তান মনে করে তাদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে।
সিটি মেয়র সোমবার সকাল সাড়ে ৯টায় নগরীর সিএসএস আভা সেন্টারে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এবং অটিজম ও এনডিডি শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় একীভূতকরণে এনএএএনভি’র ভূমিকা’ শীর্ষক বিভাগীয় সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। শিক্ষা মন্ত্রণালয়ের ‘‘ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনএএএনডি)’’ প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-খুলনা এ সেমিনারের আয়োজন করে।

প্রকল্পের পরিচালক প্রফেসর ড. সুধাংশু রঞ্জন রায়-এর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুনর রশীদ। 
সিটি মেয়র আরো বলেন, অটিজমরা সমাজে অত্যন্ত অসহায় অবস্থায় জীবন যাপন করে বিধায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের প্রতি অত্যন্ত সহানুভূতিশীল। অটিজমদের ভাতা প্রদানের পাশাপাশি তিনি সরকারি চাকুরির ক্ষেত্রে অটিজম কোটা সুবিধা প্রদান করেছেন। প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদও অটিজমদের কল্যাণে কাজ করে বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন। 
সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন প্রফেসর সুকুমার স্যানাল, প্রবন্ধের উপর আলোচনা করেন উপ-প্রকল্প পরিচালক ড. মোঃ নুরুল আলম। জেলা শিক্ষা অফিসার, উপজেলা ও থানা শিক্ষা অফিসার, সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ সেমিনারে অংশগ্রহণ করেন।

আজকের খুলনা
আজকের খুলনা