• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

তীব্র তাপদাহে পুড়ছে খুলনা তাপমাত্রা ৪১ ডিগ্রিতে

আজকের খুলনা

প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৪  

তীব্র তাপদাহে পুড়ছে খুলনা। শনিবার (২০ এপ্রিল) জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করেছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস, যা খুলনায় আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা।

সেই সঙ্গে এটি চলতি মৌসুমেরও সর্বোচ্চ তাপমাত্রা।
সূর্যের প্রখরতার সঙ্গে তীব্র গরম প্রাণ প্রকৃতিতে নেমে এসেছে স্থবিরতা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আরও প্রখরতা। এতে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষরা পড়েছেন চরম বিপাকে। বাইরে নির্মাণশ্রমিক, কৃষিশ্রমিক, ভ্যান ও রিকশাচালক, ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের গরমে নাভিশ্বাস উঠেছে। হা-হুতাশ করতে দেখা গেছে তাদের। প্রয়োজনের তাগিদে ঘর থেকে বেরিয়েও কাজ করতে পারছেন না। ছন্দপতন ঘটছে দৈনন্দিন কাজকর্মে।

দুপুর হতে না হতেই আকাশ থেকে যেন আগুন ঝরছে। ঠাঠা রোদে তপ্ত কড়াইয়ের মতো তেঁতে উঠেছে রাস্তাঘাট।

এদিকে তীব্র গরমে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ঘরে ঘরে জ্বর, মাথাব্যথা ও পেটের পীড়ায় ভুগছে মানুষ। বৃষ্টিহীন খুলনায় মানুষ হা-পিত্যেস করছে কয়েকদিন থেকে। বৃষ্টির জন্য চাতকের মতো আকাশপানে চেয়ে আছেন এ অঞ্চলের মানুষ।

খুলনা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আমিরুল আজাদ জানান, খুলনায় তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে।  

আজকের খুলনা
আজকের খুলনা