• বৃহস্পতিবার ০৯ মে ২০২৪ ||

  • বৈশাখ ২৫ ১৪৩১

  • || ২৯ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

নগরীতে মোটরসাইকেল ও স্বর্ণ চেইন জব্দ, দুই ছিনতাইকারী গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ২ এপ্রিল ২০২৪  

বিশেষ অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত মোটরসাইকেল এবং পিরোজপুর থেকে ছিনতাইকৃত স্বর্ণের চেইনসহ ২ জন ছিনতাইকারী গ্রেফতার করে সদর থানা পুলিশ।
সোমবার কেএমপি প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ মার্চ প্রতিভা বিশ্বাস তার বান্ধবী তপতী বিশ্বাসের বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে নগরীর নিরালা আবাসিক এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুইজন ছিনতাইকারী ১টি মোটরসাইকেল যোগে এসে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখিয়ে ১ ভরি ওজনের স্বর্ণের চেইন (যার মূল্য অনুমান এক লক্ষ পনের হাজার টাকা) জোরপূর্বক ছিনিয়ে নিয়ে নেয়। ঘটনার পর বাদী অজ্ঞাতনামা দুই ছিনতাইকারীদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশের একটি চৌকস টিম ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীদের শনাক্ত করে তথ্য প্রযুক্তির সহায়তায় গত ৩১ মার্চ (রোববার) নগরীর ময়ূর ব্রিজের পশ্চিম পার্শ্বে খুলনা বিশ্ববিদ্যালয়ের রাস্তা থেকে ছিনতাইকারী মোঃ মাসুম শেখ (২৯) ও দেলোয়ার সরকার মনাকে (২৯) গ্রেফতার করে। এ সময় ছিনতাই কাজে ব্যবহৃত লাল কালো রংয়ের ১৫০ সিসি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে আসামিদ্বয়ের দেওয়া তথ্য মতে অভিযান চালিয়ে ওই দিন (রোববার) পিরোজপুর জেলার পিরোজপুর সদর থানার স্বর্ণকার পট্টি বাজারে মেসার্স সোনালী জুয়েলার্সের দোকান হতে ছিনতাইকৃত ১টি স্বর্ণের চেইনটি উদ্ধার করা হয়। সোমবার আসামিদেরকে আদালতে সোপর্দ করা হয়। 

আজকের খুলনা
আজকের খুলনা