• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

আজকের খুলনা

খুলনায় সেমাই কারখানাসহ দু’টি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

আজকের খুলনা

প্রকাশিত: ২৯ মার্চ ২০২৪  

নগরীর খালিশপুর এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় কার্যালয়। গতকাল বৃহস্পতিবার  এ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, ওষুধ, আলু, দেশি পেঁয়াজ ও ডিমের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়।
অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয় ও সংরক্ষণ করার অপরাধে স্কয়ার মেডিসিন সেন্টার-কে ১৫ হাজার টাকা এবং নোংরা পরিবেশে সেমাই উৎপাদন ও প্রক্রিয়াকরণ করার অপরাধে মেসার্স সেলিনা সেমাই মিলকে ২০ হাজার জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে মোট দু’টি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
খুলনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক  মোহাম্মদ সেলিম এর নেতৃত্বে আজকের অভিযানে উপস্থিত ছিলেন খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিব, ক্যাব খুলনার সদস্য জেড এন সুমন ও আনসার সদস্যবৃন্দ।

আজকের খুলনা
আজকের খুলনা