• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

আজকের খুলনা

খুলনায় গাড়ি ও ব্যাটারীসহ চোর সিন্ডিকেটের ৫ সদস্য গ্রেফতার

আজকের খুলনা

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৩  

বিশেষ অভিযান চালিয়ে মোবাইল ফোন টাওয়ারে ব্যবহৃত চোরাই ব্যাটারী, চোরাই কাজে ব্যবহৃত গাড়ি ও অন্যান্য উপকরণ উদ্ধার করে আড়ংঘাটা থানা পুলিশ। এ সময় জড়িত থাকার অভিযোগে চোর সিন্ডিকেটের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। শুক্রবার সকাল সাড়ে ৮টায় এ অভিযান পরিচালনা করা হয়।
গতকাল খুলনা মেট্রোপলিটন পুলিশ প্রেরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আড়ংঘাটা থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান চালিয়ে নগরীর খামারবাটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ার পিরানমারী মুশুরিয়ার বরুন বালা (৪০), একই জেলার কাশিয়ানির উত্তর ধানকুড়ার মোঃ মাহাবুর রহমান (৩৮) ও কোটালীপাড়ার মুশুরিয়ার হিলটন বাইন (৩৫), নগরীর মোল্যাপাড়ার মুসা খান (৩৮), বাগেরহাটের রণবিজয়পুরের রাজিব শেখ (২৫)-কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের হেফাজত হতে একটি নিশান ক্যারিবয় ডাবল কেবিন পিকআপ গাড়ি (রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঠ-১১-৫৫২৩), মোবাইল ফোন টাওয়ারে ব্যবহৃত চারটি ব্যাটারী, একটি গ্রিন্ডিং ইলেকট্রিক মেশিন এবং একটি সাবল উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। পরে মামলার বাদী সংবাদ পেয়ে থানায় এসে চুরি যাওয়া ব্যাটারী সনাক্ত এবং ধৃত আসামিসহ অজ্ঞাতনামা ২/৩ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন (নং-০৪, তাং-১৫/০৯/২০২৩)।

আজকের খুলনা
আজকের খুলনা