• সোমবার   ২৭ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ১৩ ১৪২৯

  • || ০৫ রমজান ১৪৪৪

আজকের খুলনা

খুলনায় নির্মাণাধীন ভবনের চতুর্থ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

আজকের খুলনা

প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৩  

খুলনায় নির্মাণাধীন ১০ তলা ভবনের চতুর্থ তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানাধীন মজিদ স্মরণীতে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বাগেরহাট জেলার কচুয়া উপজেলার চরকাটি গ্রামের তোরাব আলীর ছেলে মহিত হোসেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, মহিত চিকিৎসক গাজী মিজানুর রহমানের মজিদ স্মরণীর নির্মাণাধীন ভবনের চতুর্থ তলায় কাজ করছিল। অসাবধানতার কারণে তিনি পা পিছলে চারতলা থেকে নিচে পড়ে যান। সাথে থাকা অন্যান্য শ্রমিকেরা তার পড়ে যাওয়ার বিষয়টি জানতে পেরে সেখান থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোয়া ১১ টার দিকে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রয়োজনীয় আইনী প্রক্রিয়া শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আজকের খুলনা
আজকের খুলনা